শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

পটুয়াখালী-৩ আসনে সরব আ.লীগ নীরব বিএনপি 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৩ আসনে সরব আ.লীগ নীরব বিএনপি 

আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত পটুয়াখালী-৩ আসন। দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত এই আসন। আগুন মুখা, তেতুঁলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর দুই তীরে উপজেলা দুটি অবস্থিত। খালেদা জিয়ার আমলে ১৯৯৬ সালের ১৫ ফেরুয়ারির নির্বাচন ব্যতীত ১৯৯১ থেকে এ কখনোই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়নি। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিকটবর্তী হওয়ায় এ আসনেও ভোটের হাওয়া জোরেশোরে বইতে শুরু করেছে। এ আসনে দীর্ঘদিন থেকেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে। ফলে আসন্ন নির্বাচনেও দেশের প্রধান দুই দল থেকে কারা মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা ধরনের আলোচনা। 

দুই দলের মনোনয়নপ্রত্যাশীরাও নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের অবস্থান জানান দিচ্ছেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতারা মাঠপর্যায়ে গণসংযোগসহ বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। 

যাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— এ আসনের বর্তমান সংসদ সদস্য এসএম শাহজাদা, ঢাকা মহান দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট এসএম ফজলুল হক, দশমিনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. শাখাওয়াত হোসেন শওকত, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, পটুয়াখালী কৃষক লীগের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন জোমাদ্দার, সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের ছেলে আ স ম জাওয়াদ সুজন, সাবেক বিজিবি প্রধান লে. জে. (অব) আবুল হোসেন আজাদসহ আরও অনেকে। অন্যদিকে দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা যতটা সরব, বিএনপি ততটাই নীরব। এ মুহূর্তে প্রকাশ্যে দল ও নেতাদের তৎপরতা নেই বললেই চলে। 

এরপরও এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন, ঢাবি সাবেক ছাত্রদলের সভাপতি হাসান মামুন ও সাবেক এমপি গোলাম মাওলা রনি। অপরদিকে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। বিষয়টি নুরের স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।

মনোনয়ন পাওয়ার বিষয় এসএম শাহজাদা বলেন, গত সাড়ে ৪ বছরে আমার সময়ে অনেক উন্নয়ন হয়েছে। কখনো কোনো দুর্নীতিতে জড়াইনি ও দুর্নীতিকে আশ্রয় দেয়নি। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছি। নেত্রী যদি আমার কাজের মূল্যায়ন করে আবারো আমাকে মনোনয়ন দেন। তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। গড়ব স্মার্ট বাংলাদেশ।

ঢাকা মহান দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিঞা বলেন, ওয়ান-ইলেভেনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সঙ্গে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশির ভাগ মামলায় আইনি সহায়তা দিয়েছি। 

দীর্ঘদিন ধরে দল, জনগণ ও দলের কর্মীদের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট এসএম ফজলুল হক বলেন, দলের দুঃসময়ে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছি। মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা পালন করেছি। আমি মনোনয়ন পাওয়ার বিষয় শতভাগ আশাবাদী ও এমপি নির্বাচিত হলে শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে দৃঢ় ভূমিকা রাখব।

বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয় ঢাবি সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে দল নির্বাচনে যাবে না। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হলে ও বিএনপি নির্বাচনে গেলে আমি বিএনপির মনোনয়নপ্রত্যাশী। আমি আশাবাদী দল আমার কাজের মূল্যায়ন করবেন।

টিএইচ